
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
অনিবন্ধিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীর সংখ্যা প্রায় ৮৭ হাজারে দাঁড়িয়েছ
Home Page » প্রথমপাতা » অনিবন্ধিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীর সংখ্যা প্রায় ৮৭ হাজারে দাঁড়িয়েছ
বঙ্গ-নিউজঃ গত বছর অক্টোবর মাসে থকে এ পর্যন্ত মিয়ানমারের রাখাইন রজ্যে সে দেশের সেনা বাহিনী কর্তৃক খুন, ধর্ষণ এবং অগ্নি সংযোগের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া অনিবন্ধিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীর সংখ্যা প্রায় ৮৭ হাজারে দাঁড়িয়েছ।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মূল্যায়নের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শরণার্থী আসা প্রায় বন্ধ হলেও জুলাই এবং আগস্ট মাসে বেশ কিছু রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছেন।
এতে বলা হয়েছে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত এলাকায় জুলাই মাসে পুনরায় সেনা মোতায়েন এবং উগ্রবাদী বৌদ্ধরা রোহিঙ্গাদের কিছু গ্রাম ঘিরে রাখায় সেখানে আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবরে বলা হয় এর ফলে রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা মুসলিমরা তাদের ওপর নতুন করে হামলার আশঙ্কা করছেন।
উল্লেখ্য, গত প্রায় আড়াই দশকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বিভিন্ন সময়ে নির্যাতন নিপীড়নের ফলে জীবন বাচাতে বাংলাদেশে পালিয়ে আসা অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৫ ৪৪৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News