
সোমবার, ২৮ আগস্ট ২০১৭
লুমিনের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই (ভিডিও)
Home Page » বিনোদন » লুমিনের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই (ভিডিও)
বঙ্গ-নিউজঃ শোকের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান গেয়েছেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন। সেদিনের সূর্যটা আলো নিয়ে নয়, উঠেছিল যেন শুধু রক্ত মেখে, অবাক চোখ মেলে বিশ্ববাসী, বীভৎস করুণ এক দৃশ্য দ্যাখে, ঘাতকের বুলেটে ঝাঁঝরা হলো, জাতির পিতার বুকের জমিন, শান্তির লাখো পাখি উড়ে গেল, ১৫ আগস্টের কালো সেই দিন। কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই, কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ, কোটি মানুষের প্রাণ-স্পন্দনে, পিতা, তুমিই বাংলার মুখ।শোক দিবস উপলক্ষে এমন কথার গানটি লিখেছেন ঠাকুরগাঁও জেলার এডিশনাল পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। গানটির সুর করেছেন সাজেদ ফাতেমী। সঙ্গীত আয়োজন করেছেন জে আর সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সোহেইল জাফর। সার্বিক সহযোগিতায় ছিল ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘গানের কথা ও সুর দুটোই আমার ভীষণ ভাল লেগেছে। মজার ব্যাপার হলো গানটি লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা। তার লেখনিতে পিতা হারানোর যে কষ্ট উঠে এসেছে আমি মুগ্ধ হয়েছি। সুন্দর গানটি সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করেছি। গানটি ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেল ও এফএম রেডিওতে প্রচার হয়েছে। যারা শুনেছেন তারাই পছন্দ করেছেন।’
গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘বুকের মাঝে ধারণ করি দেশপ্রেম, ধারণ করি মহান মুক্তিযুদ্ধ, বুকের মাঝে ধারণ করি মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই প্রত্যয় বুকে নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুর স্মরণে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে ‘কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই এ গান।’
বাংলাদেশ সময়: ২:৩১:১৮ ৭৪৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News