
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
শান্তি শব্দের মানে প্রহসন- খালেদ হোসাইন
Home Page » সাহিত্য » শান্তি শব্দের মানে প্রহসন- খালেদ হোসাইন
তোমার যদি আড্ডা দিতে ভালো লাগে, আড্ডা দাও।
তোমার যদি গল্প করতে ভালো লাগে, গল্প করো।
শিশুর লাশ
নদী বা সমুদ্রের তীরেই কেবল মুখ থুবড়ে পড়ে থাকে না-
চোখের জলেও ভাসে
দেশে দেশে।
তোমার যদি হল্লা করতে ভালো লাগে, হল্লা করো
কারো যদি হত্যা করতে ভালো লাগে. হত্যা করুক।
তোমার যদি আহা উহু করতে ভালো লাগে, করো
কারো যদি বুক ফুঁটো হয়ে যায়, যাক
সর্বশ্রেষ্ঠ খাদ্য খাক শেয়াল-শকুন-কাক!
তোমার যদি লং ড্রাইভে যেতে ইচ্ছে করে, যাও
তোমার যদি কারো হাত ধরে বসে থাকতে ইচ্ছে করে, বসো
কোথাও যদি রক্তের নদী বয়ে যায়, যাক
সর্বশ্রেষ্ঠ খাদ্য খাক শেয়াল-শকুন-কাক!
শান্তি শব্দের মানে প্রহসন, আগে জানতে না?
শান্তি শব্দের মানে পাথরের চোখ
শান্তি শব্দের মানে তীব্র নিরালোক
তাহলে সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হোক
তাই হচ্ছে ধীরে ধীরে
মহাসমুদ্রের তীরে।
বাংলাদেশ সময়: ২:৪৫:৪২ ৭১৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News