বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
রোহিঙ্গাদের বাঁচাও- এ কে এম সিরাজুল ইসলাম
Home Page » সাহিত্য » রোহিঙ্গাদের বাঁচাও- এ কে এম সিরাজুল ইসলাম
অামি ক্ষ্যাপা, অামি বিদ্রোহী, অামি অশান্ত
অামি কখনও হবোনা শান্ত
অামি চুরমার করে ভেঙ্গে ফেলব যত সব দুয়ার।
অামি দেখতে চাই না অন্যায়, অবিচার, শোষন
হানাহানি, মারামারি
অামি শুনতে চাইনা কান্নার শব্দ
অামি দেখতে চাইনা পৃথিবীতে এত রাহাজানি
এত সব বিবাদ বিদ্বেষ
অামি অন্যায়ের প্রতিরোধকারী
জাগো পৃথিবীর মানুষ জাগো
রুখে দাড়াও প্রতিবাদ করো
অন্যায়, অবিচার, শোষনের বিরুদ্ধে
সকল জনতা এক হও
বিশ্ব বিবেক জাগ্রত হও
রুহিঙ্গাদের বাচাও।
বাংলাদেশ সময়: ১৮:২৩:১০ ১০০৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News