
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
বিষপানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
Home Page » জাতীয় » বিষপানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যাস্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: রাজধানীতে প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত ওই প্রবাসীর স্ত্রীর নাম লাকী আক্তার (৩৫)। তার স্বামী আবদুস সালাম প্রবাসী। রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা দিকে এ ঘটনা ঘটে।
নিহত লাকীর চাচাতো ভাই মো. শাহদাত হোসেন জানান, লাকী দুই সন্তানকে নিয়ে ডেমরা স্টাফ কোয়াটার বড় ভাঙ্গা এলাকায় থাকতো। সন্ধ্যার দিকে তিনি বিষপান করেন। দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে লাকীর বিষপানের কারণ জানাতে পারেনি শাহদাত।
ঢামেক পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া জানান, বিষয়টি রহস্যজনক। শাহদাদকে আটক করা হয়েছে। লাকির মৃত্যু বিষয়টি ডেমরা থানা অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৩৭:৫৬ ৪৪৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম