সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
একে একে চারটি উইকেট তুলে নিয়েছে অসি বোলার নাথান লায়ন,অসহায় বাংলাদেশ
Home Page » ক্রিকেট » একে একে চারটি উইকেট তুলে নিয়েছে অসি বোলার নাথান লায়ন,অসহায় বাংলাদেশ![]()
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: অস্ট্রেলিয়ার লায়ানের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে একে একে চারটি উইকেট তুলে নিয়েছে অসি বোলার নাথান লায়ন। তার প্রথম আঘাতের সম্মুখীন হন ওপেনার তামিম ইকবাল। এরপর একে একে ইমরুল কায়েস, সৌম্য সরকার এবং অবশেষে মুমিনুল হক।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে যায় মুশফিক বাহিনী। আর আজ তাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে লায়ন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭।
ক্রিজে আছেন সাকিব আল হাসান (১০) ও মুশফিকুর রহিম (০)। মুমিনুল হক বিদায় নিয়েছেন ৩১ রান করে।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৫ ৬৭৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম