
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
অস্ট্রেলিয়ার স্বপ্ন প্রায় ভেস্তে তাইজুল-মিরাজের ঘূর্ণির কাছে
Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়ার স্বপ্ন প্রায় ভেস্তে তাইজুল-মিরাজের ঘূর্ণির কাছে
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: দ্বিতীয় দিন পুরোটাই ছিল অস্ট্রেলিয়ার। দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলে ফেলেছিল ২২৫ রান। তাই দ্বিতীয় দিন শেয়ে টাইগার সমর্থকদের মনে ভয় ছিল হয়ত বড় লিড পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার সেই স্বপ্ন ভেস্তে যায় তাইজুল-মিরাজের ঘূর্ণির কাছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৬৪ রান। ব্যাটিং করছেন ও কিফ ও অ্যাগার। অস্ট্রেলিয়ার লিড দাড়িয়েছে ৫৯ রান।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৪ ৬১০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম