
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে ১০টি শক্তিশালী বোমা উদ্ধার
Home Page » জাতীয় » মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে ১০টি শক্তিশালী বোমা উদ্ধার
বঙ্গ-নিউজ: রাজধানীর মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে ১০টি শক্তিশালী বোমা ও বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করেছে র্যাব। আজ সকাল সাড়ে ৮টার দিকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনটিতে তল্লাশি শুরু করে।
পরে পঞ্চম তলার একটি রুম থেকে কার্টনে ভরা অবস্থায় ১০টি বোমা উদ্ধার করে তারা। ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান। ভবনটিকে পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে সময় লাগবে বলেও জানান তিনি।
এর আগে গতকালও মিরপুরের মাজার রোডের বাসাটির একটি রুম থেকে কাগজে মোড়ানো অবস্থায় বেশ কয়েকটি আইইডি উদ্ধার করে র্যাব।
বাংলাদেশ সময়: ১৪:০১:১৪ ৫২৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম