
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
মেক্সিকোর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
Home Page » প্রথমপাতা » মেক্সিকোর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
বঙ্গ-নিউজঃ মেক্সিকোতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এক ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৬১ জন নিহত হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো জানিয়েছেন, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ১। এতে আরো ২শ’ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর কেন্দ্র ছিল মেক্সিকোর পিজিয়াপান থেকে ৮৭ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। ভূমিকম্পের পর মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, এল সালভাদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মেক্সিকোর কয়েকটি রাজ্যে ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১০:২৬:৪৭ ৫৫৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News