রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
স্বপ্নসাধ- মোঃ মোহসিন কবীর
Home Page » সাহিত্য » স্বপ্নসাধ- মোঃ মোহসিন কবীর
এখানেই যেনো বার বার জন্ম হয় আমার
এই সবুজ ঘাসের বুকে, ওই খালের ধারে
হেমন্ত সকাল বা পড়ন্ত বিকাল
কুয়াশার আবছা অন্ধকারে
আবার আসিবো ফিরে, তোমার নীড়ে
বার বার বারংবার,
এই বাংলা মায়ের আঁচল তলে।
দোয়েল শ্যামা ঘুঘুর সনে
গেয়ে উঠবো গান,
খঞ্জনা নৃত্যে মাতবো খেলায়।
এমনই থেকো তুমি অনাদি অনন্তকাল
প্রিয় মাতৃভূমি আমার।।
![]()
বাংলাদেশ সময়: ২৩:৩৮:১২ ১৩৬১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News