সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু
Home Page » জাতীয় » অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু 
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নিবন্ধনের সময় ১০ আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হবে। তাদের মিয়ানমারের ঠিকানা, নাম, পিতা-মাতার নামসহ নানা বিষয়ে তথ্য নেওয়া হবে। এমনটাই নিশ্চিত করেছেন নিবন্ধন সেলের প্রধান কর্নেল শফিউল আজম।
তথ্য সেলের সদস্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান জানান, বিজিবি, জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস এবং আইওএম যৌথভাবে তথ্য সেলে কাজ করছে। কোন রোহিঙ্গা যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেই লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করবে এই তথ্য সেল।
বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৭ ৫৫৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম