
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
যেদিন রাত হতে হতে-ফয়সাল হাবিব সানি
Home Page » সাহিত্য » যেদিন রাত হতে হতে-ফয়সাল হাবিব সানিযেদিন রাত হতে হতে অার সকাল হবে না সেদিন অার অামি থাকব না-
এই অাঁধোমুখী চাঁদ, শাওন ভরা জ্যোৎস্না, মোহনীয় অাকাশ, মায়াবী নীলিমা নীলামায়ও হারাবে না-
শুধু হারিয়ে যাব অামি!
গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে অার পৃথিবীর পথও ধরা হবে না অামার-
যাওয়া হবে না কোথাও, যেখানে যেতে চেয়েছিলাম…
সুসুপ্ত প্রেমও হারিয়ে যাবে অব্যক্ত জিজ্ঞাসায়- প্রশ্নবোধক চিহ্নের মতো সেই প্রেমও জীবনের খাতায় হয়তো কোনোদিন অার বসানো হবে না অামার;
কোনো একদিন হয়তো সেই প্রেমই বর্জ্য অাবর্জনার মতো ঠাঁই খুঁজবে টিনের কোনো অবহেলিত পুরাতন ডাস্টবিনে!
যেদিন সকাল হতে হতে অার রাত হবে না সেদিন জীবনও হবে নিরর্থবহ, নিরুত্তরময়।
অামি তো অাঁধারের কবি- না হয় কষ্টের কাছে ঋণ নিয়ে অারও অাঁধার কিনে বুকের ভেতর অ-অালোরই দোকান দেবো!
বাংলাদেশ সময়: ২২:০৭:২৩ ৭১৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News