বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
মানবতার গান ____নাজমুল কবির
Home Page » বিনোদন » মানবতার গান ____নাজমুল কবিরবিশ্ব বিবেক জেগে ওঠো (২বার)
ভেঙে ফেলো গুড়িয়ে দাও সুচীর ভয়াল থাবা
মানবতা আজ মুক্তি পাক কাঁদে হৃদয় কাবা
জয় হোক মৃত মানবতার সবাই জেগে ওঠো।
ধর্ম বর্ণে বিভেদ কেনো (২বার)
রক্ত বহে নাফ নদীতে ভাসে মানুষের লাশ
কান্নার জলে শিশু ভাসে নাফ নদীর সর্বনাশ কোথায় মানবতা সুচীর বুকটা তোমরা কাটো।
মানবতা আজ মুক্তি পাক (২বার)
উড়িয়ে দাও চারিদিকে আজ বিজয়ের নিশান
কামার কুমার তাঁতি জেলে আয় এগিয়ে কিষাণ
সবাই মিলে একই তালে বার্মার দিকে ছোটো।।
লেখকের ফেইসবুক প্রোফাইল হতে হুবহ প্রকাশ করা হল।
আমার বন্ধুদের মধ্যে যারা শিল্পী আছেন তাদের
কাছে সর্নিবন্ধ অনুরোধ গানটা গেয়ে ছবিসহ
পোস্ট দেবেন। আর যদি কেউ না দেন তবে মনে
কবরো আপনারা টাকা-পয়সার জন্য শিল্পী
হয়েছেন। মানবতা বলতে কিছুই পাবো না।
![]()
বাংলাদেশ সময়: ০:১৯:০০ ৭২৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News