
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
কুষ্টিয়ায় চালের গুদামে পুলিশের অভিযান
Home Page » অর্থ ও বানিজ্য » কুষ্টিয়ায় চালের গুদামে পুলিশের অভিযান
বঙ্গ-নিউজ: চাল নিয়ে কারসাজির জন্য রাইস মিল মালিক সমিতির দুই নেতাকে অভিযুক্ত করে বাণিজ্যমন্ত্রীর দেয়া বক্তব্যের পরপরই কুষ্টিয়ায় একটি গুদামে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। গুদামটি মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের।
এর আগে রোববার বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, চালের বাজারে কারসাজির মূলহোতা হলেন বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলী। এই দুইজনই বাজারে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি করেছেন। তাদের গ্রেফতার করা উচিত।
গত দুই সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০। গত কয়েক মাস ধরেই এই অস্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকলেও বর্তমানে তা অসহনীয় মাত্রায় পৌঁছেছে।
মোটা চালের বাজারদর ওঠা-নামা করছে পঞ্চাশের ঘরে। এর আগে এমন চড়া দরে চাল কিনতে হয়নি কখনোই। কোরবানী ঈদের আগে আর পরে মাত্র এ ক’দিনেই চালের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা
বাংলাদেশ সময়: ১০:০৩:২৪ ৪৮১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম