
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
জাতিসংঘের ভাষণে ট্রাম্পকে তীব্র সমালোচনা করেছেন রুহানি
Home Page » অর্থ ও বানিজ্য » জাতিসংঘের ভাষণে ট্রাম্পকে তীব্র সমালোচনা করেছেন রুহানিবঙ্গ-নিউজঃ জাতিসংঘের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এর আগে, সাধারণ পরিষদে মঙ্গলবারের ভাষণে ট্রাম্প ইরানকে ‘দুর্নীতিবাজ একনায়কতন্ত্র’ বলেন এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে সমালোচনা করেন।
এসময় ট্রাম্প ইরানকে দুর্বৃত্ত দেশগুলোর একটি বলেও উল্লেখ করেন। এছাড়া, এ পারমাণবিক চুক্তিকে মার্কিন প্রশাসন বিব্রত বলে জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহানী তার ভাষণে ‘আন্তর্জাতিক রাজনীতিতে নবাগত দুর্বৃত্ত’ বলে ট্রাম্পকে আক্রমণ করেন। এসময় পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে রুহানী বলেন, বরং কেউ যদি এ চুক্তি লংঘন তাহলে ইরান দৃঢ়তার সাথে এটির প্রতিক্রিয়া জানাবে।
ইরানের এ নেতা আরও বলেন, ‘এটি খুবই দুঃখের বিষয় হবে যে যদি ট্রাম্প দ্বারা এ চুক্তি বিনষ্ট হয়। ‘
বাংলাদেশ সময়: ৯:৫৫:২০ ৭৫৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News