
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটবে রাশিয়ার জিরসন মিসাইল
Home Page » জাতীয় » শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটবে রাশিয়ার জিরসন মিসাইল
বঙ্গ-নিউজ: শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটবে এমন মিসাইল তৈরি করতে চলেছে রাশিয়া। খুব শীঘ্রই জিরসন নামের এই মিসাইলের উৎপাদন শুরু করবে মস্কো। যার গতি হবে শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত,অর্থাৎ প্রতি ঘন্টায় ৭৪০০ কিলোমিটার। এই মিসাইলকে থামানো অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ২০২২ সালের মধ্যে এই মিসাইলের উৎপাদন সম্পূর্ণ করতে বদ্ধপরিকর রাশিয়া। ৪০০ কিলোমিটার দূরে থাকা টার্গেটকে মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দিতে সক্ষম এটি। স্ক্র্যামজেট প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক এই মিসাইল যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। জিরকনের আরও একটি সুবিধা হল, এর ওজন কম।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সঙ্গে তুলনা করলে হাইপারসনিক মিসাইল তৈরিতে পিছিয়ে নেই ভারতও। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। কারণ, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে বর্তমানে ভারতে তৈরি হচ্ছে সেকেন্ড জেনারেশন ব্রহ্মস-২ মিসাইল। যাতে ব্যবহার করা হচ্ছে একই স্ক্র্যামজেট প্রযুক্তি। এর রেঞ্জ হতে চলেছে ৬০০ কিলোমিটার। ২০২০ সালের মধ্যে ভারতে তৈরি হতে শুরু করবে সেকেন্ড জেনারেশন ব্রহ্মস-২ মিসাইল।
বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৯ ৮২৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম