
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
ফেসবুকের বিরূদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলেন মার্ক
Home Page » অর্থ ও বানিজ্য » ফেসবুকের বিরূদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলেন মার্ক
বঙ্গ-নিউজঃ আবারো নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের পিছনে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সবসময়ই তার বিরুদ্ধে’ ট্রাম্পের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
এক টুইট বার্তায় গতকাল বুধবার ট্রাম্প বলেছেন, ‘ফেসবুক সবসময় ট্রাম্প-বিরোধী। সামাজিক মাধ্যমগুলোই ট্রাম্প-বিরোধী, ভুয়া বার্তা দেয়। এমনকি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টও ট্রাম্প-বিরোধী হিসেবে ভূমিকা রাখছে। তাহলে কি সব যোগসাজশ?’ সামাজিক মাধ্যম নিয়ে এমন মন্তব্যের প্রেক্ষাপটে জাকারবার্গ বলেন, রাজনীতির দুই পক্ষই ফেসবুকের নানা কিছু নিয়ে হতাশ হয়েছে কারণ এগুলো তাদের পক্ষে ছিলো না। এমনকি যুক্তরাষ্ট্রের উদারপন্থীরাও তাকে মিস্টার ট্রাম্পকে সহায়তার জন্য অভিযুক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৫১:৩৫ ৬৭৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News