
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
বন্দি সময় - ড. মুতাকাব্বির মাসুদ
Home Page » সাহিত্য » বন্দি সময় - ড. মুতাকাব্বির মাসুদচোখের পাতায় মুক্ত আকাশের নীল বারান্দা
জানালায় মধ্যবিত্ত পর্দার ফাঁকে পরাবাস্তব চোখ
নাকের নোলকে ধ্রুপদী প্রেমের দোল
শহরের নির্বান্ধব কোলাহলে বন্দি সময়
উদ্দাম যৌবন বন্দি ঝাঁজালো রোদের ভাঁজে
পাখির ডানার শব্দ তোমাকে ব্যাকুল করে না
বাতাসে নেই তোমার মনকাড়া প্রণয়ের শিস
জানালার পাশে শিমুলের ডালে
অবলা কোকিলা বসে না
তুমি ভাবছো কাকে?
কষ্টের ভেতরও সোহাগী আবেগ থাকা চাই!
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩০ ৭৪৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News