সোমবার, ২ অক্টোবর ২০১৭
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
Home Page » জাতীয় » সিরাজগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ ![]()
বঙ্গ-নিউজ:মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।গতকাল(১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাস মিনিবাস কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।
আজ (২ অক্টোবর) সকাল থেকে সিরাজগঞ্জগামী রাজশাহী জেলার সকল যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহরে চলাচল করবে না।
জানা যায়, রবিবার (২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস রাজশাহীতে ঢুকতে দেয়নি সেখানকার শ্রমিক নেতৃবৃন্দ। এই খবর ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জের বাস শ্রমিকরা বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় অবস্থান নিয়ে ঢাকাগামী রাজশাহী জেলার বাস রাজশাহীতে ফেরত পাঠানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সেখান থেকে চলে আসে।
বাংলাদেশ সময়: ৯:২৪:০৭ ৭০৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম