সোমবার, ২ অক্টোবর ২০১৭
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলাকারীর ছবি প্রকাশ
Home Page » এক্সক্লুসিভ » যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলাকারীর ছবি প্রকাশ
বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে পুলিশ জানায়, হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। সোমবারের হামলায় অন্তত ৫০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, হামলাকারী স্টিফেন প্যাডকের বয়স ৬৪ বছর। সে নেভাদার মেসকুইট এলাকার বাসিন্দা।
কাউন্টি শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, লাস ভেগাস উপত্যকার মান্দালয় বে নামে রিসোর্টের ৩২ তলা থেকে বন্দুকের শব্দ আসে বলে পুলিশ সন্দেহ করে। পুলিশ কর্মকর্তারা রুমটিতে গিয়ে সন্দেহভাজনকে গুলি করে।
শেরিফ আরও জানান, হামলাটিকে লোন উলফ বলে মনে করা হচ্ছে। যদিও মোটিভ সম্পর্কে জানতে পারেনি পুলিশ। তবে হামলাকারীর এক নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ। মারিলো ডানলে নামের এই নারী প্যাডকের রুমমেট বলে ধারণা পুলিশের।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্যাডকের বিরুদ্ধে কোনও অপরাধের তথ্য তাদের কাছে ছিল না। কিন্তু স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনী তাকে চিনত। সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কের তথ্যও ছিল না পুলিশের কাছে।
বাংলাদেশ সময়: ২০:২৯:১৩ ৪৫৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News