
শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
কবি- রুমি আহমেদ
Home Page » সাহিত্য » কবি- রুমি আহমেদ
মাঝেমাঝে মনে হয়, ফিরে আসা তরঙ্গের
প্রতিটি ক্ষত আমার চেনা। যেন আঙ্গুলের
মত জানাশোনা, তবু তাক করিনি কখনো
বলিনি, দেখো, কত কিছু ফেলে গেছো জমানো।
তুমি চাইলে নিতে পারো আরও
শুধু মনে রেখো, এ জীবন সমুদ্রের মত গাঢ়
ঢেউ আসে, ঢেউ যায় জোয়ার-ভাটায়
বালিতে রেখে যাওয়া ক্ষত, আর পাথর রোদে ঝলসায়
তুমি চাইলে স্নান করে নিতে পারো অনেকবার
শুধু মনে রেখো, একই জলে স্নান হয় না দু’বার
ভাবছো একই জীবন, একই আখ্যান,
একই সমুদ্র, একই তো অবগাহন
কিন্তু না, মুহূর্ত পাল্টালেই আর
আগের মতন থাকি না আমরা
চুম্বনের আগে এবং পরে একই রকম থাকে না মানুষ
বাংলাদেশ সময়: ২:০২:৫৫ ১৪৪৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News