রবিবার, ৮ অক্টোবর ২০১৭
গলায় মুদ্রিত থাক নিতান্ত তোমার কররেখা- খালেদ হোসাইন
Home Page » সাহিত্য » গলায় মুদ্রিত থাক নিতান্ত তোমার কররেখা- খালেদ হোসাইন ![]()
বঙ্গ-নিউজঃ যোগাযোগ ছিন্ন হলে তোমার কি ভালো লাগে খুব?
পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস আজ—
আমি কি সবার সঙ্গে রিলেশন তৈরি করতে চাই?
প্রতিভার তেজ থাকে, তাই বলে এত তাতে ঝাঁজ?
কোথাও যাই না আমি তবু তুমি ভাবো বহুগামী।
তার চেয়ে মেরে ফ্যালো কবিতা লেখার অপরাধে!
গলায় মুদ্রিত থাক নিতান্ত তোমার কররেখা
চরাচর এতটুকু কাঁপবে না কারো আর্তনাদে।
যোগাযোগ ছিন্ন হবে এর শেষ-চিহ্ন যাবে মুছে
স্নায়ুসূত্র জেনে যাবে তোমাকে ছোঁবার মাদকতা
তুমি তো সন্তুষ্ট হবে, আমারও তো পাওয়া হবে কিছু—
এই বিশ্বচরাচরে বরফের মতো নীরবতা।
একদিন আমিও কি ভুলে যাবো যোগাযোগ ছিল?
আকাশের হৃৎপিণ্ডে যেইভাবে মিশে যায় চিলও।
![]()
বাংলাদেশ সময়: ৯:৫৪:৫৩ ৭৪১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News