রবিবার, ৮ অক্টোবর ২০১৭
হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মুক্তামনির
Home Page » আজকের সকল পত্রিকা » হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মুক্তামনির
বঙ্গ-নিউজঃ বিরল রোগে আক্রান্ত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুক্তামনির হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় তার অস্ত্রোপচার শেষ হয়।
তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন জানান, নতুন চামড়া লাগানোর জন্য মুক্তামনির হাতটি উপযুক্ত করা হয়েছে। এটা তার সুস্থ হওয়ার প্রথম ধাপ। সে এখন ভালো আছে।
বাংলাদেশ সময়: ১৫:৩০:০০ ৭০৬ বার পঠিত