
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
মরীচিকা মায়া- রোকসানা লেইস
Home Page » সাহিত্য » মরীচিকা মায়া- রোকসানা লেইস
আমাকে ছুটতে ছুটতে যেতে হবে।
কতটা দূর… যার কোন পরিমাপ নেই।
এই ছুটাই তো জীবন চলা।
আচ্ছা… তাহলে
জীবন পর্যন্ত যা কিছ করা হবে.. ততটুকু
এই পরিমাপ।
সব কিছু এত মাপতে হবে কেন।
আমি এখন ম্যাপেলের লাল পাতায় হারাব……
কত সময় তার সীমা বাঁধব না।
এই হারানোটুকু সঞ্চয়
এই সঞ্জীবনী মন্ত্র-সুধা খুব বেশী কেউ পেতে চায় না
কাল রাতে, জ্বরে যে গা পুড়ছিল.. এখন শুয়ে থাকার সময়, বিশ্রাম নেয়া জরুরী।
এমন বড় কিছু নয়-
মন থেকে মনের বাইরে বেরিয়ে পড়ার শক্তি সে শুধু মনই দিতে পারে
গরম হওয়া শরীর বা ব্যাথার যন্ত্রনাগুলো রোদের আলোয় ধুয়ে নিব।
হাওয়ায় উড়িয়ে দিব সোনালি কষ্টগুলো—
ঘাস ফড়িংয়ের সঙ্গম দেখে উদ্দীপ্ত হবো নীল আকাশের নিচে
সময়ের পরিমাপ কেউ দিতে পারবে না
তাই রঙ্গিন প্রজাপতির পিছু উড়ি আপনমনে
জল সমুদ্রের প্রতিধ্বনী, পৌরানিক কথা বলে
হৃদয়ের বালুচরে তাদের ধরতে চেষ্টা করি ঝিনুক কুড়ানোর মতন।
বাংলাদেশ সময়: ১:৪০:০৫ ২২১৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News