
বুধবার, ১১ অক্টোবর ২০১৭
ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের প্রজ্ঞাপন আজ :আইনমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের প্রজ্ঞাপন আজ :আইনমন্ত্রী
বঙ্গ-নিউজ: মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনালনায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (১২ অক্টোবর) বিচারক নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘোষণা দিয়েছেন সরকার। পাশাপাশি নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশ নিয়েও ভারপ্রাপ্ত প্রধান বিচাপতির সাথে বসতে ঘোষণা দিয়েছে আইনন্ত্রী আনিসুল হক।
১১ অক্টোবর বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাসকামরায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্ব নেওয়ার পর তাদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে আইন মন্ত্রণালয় সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর আগেও দুজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলেছিলাম।’
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৩ ৫৫৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news