শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
ব্যাট হাতে নির্বাচকদের কড়া জবাব দিলেন নাঈম ইসলাম
Home Page » ক্রিকেট » ব্যাট হাতে নির্বাচকদের কড়া জবাব দিলেন নাঈম ইসলাম
১৯তম জাতীয় ক্রিকেট লিগে বরিশাল।বিভাগেন বিপক্ষে দিন শেষে রানের পাহাড় গড়েছে অাব্দুর রাজ্জাকের খুলনা বিভাগ। বরিশাল ৯ জন বোলারকে দিয়ে বল করিয়ে উইকেট নিয়েছে মাত্র ৪ টি। রাজশাহীতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার রবিউল ইসলাম রবি এবং অনামুল হক বিজয়।
দলিয় ১১০ রানের মাথায় ৪৪ রানে অনামুল অাউট হয় সালমানের বলে। ঠিক তার পরে ০ রানে অমিত মজুনদার অাউট হলেও এরপর ঘুরে দাড়ায় খুলনা। তুষার ইমরান ৫১ এবং মোহাম্মাদ মিঠুন করে ৩৮ রান। খুলনার রবিউল ইসলাম রবি ১০৮ রান করে মাঠ ছাড়ে রিটায়ার্ড হয়ে। এরপর জিয়ার ৫২ রানে দিন শেষে ৪ উইকেটে ৩০৭ রান করে খুলনা।
অপর দিকে ঢাকা বিভাগকে পাত্তাই দেয়নি রংপুর বিভাগ। টসে জিতে ব্যাটিং করতে নেমে দুই ব্যাটসম্যান নাঈম ইসলাম, সুহাওয়াদি শুভর সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২০ রান করেছে রংপুর। শুভ ১৪৫ রানে অাউট হলেও নাঈম অাপরাজিত ১২০ রানে। ১৫ চার এবং ২ ছক্কা হাকিয়ে এ রান করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:৫২:০৩ ১১১৪ বার পঠিত #bangladesh news #bd news