শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
আজ ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস
Home Page » অর্থ ও বানিজ্য » আজ ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস![]()
বঙ্গ-নিউজঃ আজ ১৪ অক্টোবর শনিবার ৪৮তম বিশ্ব মান দিবস। ‘নান্দনিক নগরায়নে মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে জাতীয় মানসংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ টেলিভিশন বেতার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৫৬:৩৮ ৮২২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News