সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
বংশীকুন্ডা অঞ্চলে নারী জাগরণের একজন নিবেদিত কর্মী
Home Page » সারাদেশ » বংশীকুন্ডা অঞ্চলে নারী জাগরণের একজন নিবেদিত কর্মী 
অাল-আমিন আহম্মেদ, বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ এর ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা গ্রামের সন্তান ও গৃহবধূ সাজেদা আহমেদ। শিক্ষা, সংস্কৃতি ও নারী জাগরণে একজন নিবেদিত কর্মী।
ঐতিহ্যবাহী বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের বারবার ‘এককালীন দাতা’ও বেসরকারী কিন্ডারগার্টেন ‘বিকেসি পাঠশালা’এর নির্বাহী কমিটির সভাপতি এবং হাওর পারের ধামাইল(হাপাধা) বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বরত এই সমাজকর্মী, বঙ্গ-নিউজের
এর প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, ‘অবহেলিত বংশীকুন্ডা অঞ্চলেরর শিক্ষা, সংস্কৃতির বিকাশে ও নারী উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই’।
বাংলাদেশ সময়: ৯:৪১:৩৪ ৫৮৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News