
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
গাজীপুরে গলাকাটা অবস্থায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
Home Page » প্রথমপাতা » গাজীপুরে গলাকাটা অবস্থায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশফজলুল হক গাজীপুর প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ গাজীপুর মহানগরের দক্ষিন নীলেরপাড়া অঞ্চল থেকে অজ্ঞাত (আনুমানিক ১৭) বছরের এক ছেলের গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার রাত প্রায় ৯ টার সময় জয়দেবপুর-পূবাইল সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের পড়নে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন জানান,রাতে নীলেরপাড়া এলাকার জয়দেবপুর-পূবাইল সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের পেট, বুক ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ০:২৪:৪৬ ৫২০ বার পঠিত