
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
আমিও ক্ষণিকের মানুষ - রুকসানা হক
Home Page » সাহিত্য » আমিও ক্ষণিকের মানুষ - রুকসানা হকনিয়তির বাজে শব্দে সেই কবে হারিয়েছি মনোবল,
বেঁচে থাকার কঠিন শর্তে সস্তায় বিকিয়েছি যাবতীয় অঙ্গীকার।
আমার অশোধিত চিৎকারগুলো কি করে এ গ্রহের ছেঁড়াঅংশ জোড়া লাগাতে পারে বলো ।
যেখানে নাড়ির পাশ দিয়ে ক্রমাগত বয়ে চলেছে দাসত্বের তীব্র গন্ধ,
নিয়তির তান্ডবে সহজেই টুটে যাচ্ছে গোপন শরীর।
চোখের জলেরা আজ জলে মিশে ক্ষণিকের দুখ হয়ে আছে,
নিয়তির শেষ চালে ঝনঝন ভাঙছে দেবতার ভিড়।
এখন জোছনার লাবন্য দেহে অগণিত ক্ষত,
ঋতুদের ছেঁড়ামুখে দুষণের তীব্র প্রদাহ।
নিয়তির তান্ডবে কিছুই থাকলো না বাকি,
না ছাদ, না ছাদের গায়ে ছড়ানো জোছনা।
নক্ষত্রহীন নরকে কেবল অমানুষের কুষ্ঠক্ষত,
এখানে ওখানে বিক্ষত নারীলাশ,
শিশুদের পাতলা রক্তস্রোত কলকল,
হায় ! মহাবিশ্বে মানুষেরা বড় একা এবং আমিও,
আমিও ক্ষণিকের মানুষ, অবিনশ্বর নিয়তির ছায়ে লন্ডভন্ড।
বাংলাদেশ সময়: ১:৩৫:০১ ১০৫২ বার পঠিত #bangla news #bangla news paper list #online newspaper #World News