
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
মিলেছে এক অদ্ভুত প্রাণীর খোঁজ
Home Page » প্রথমপাতা » মিলেছে এক অদ্ভুত প্রাণীর খোঁজসামিউল বঙ্গ নিউজঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিরর-এ প্রকাশিত খবর অনুয়ায়ী, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ছবিটি। এমনকী কয়েক জায়গায় প্রকাশ পেয়েছে এর ভিডিও। সেই ভিডিওতে জানানো হয়েছে, মালয়েশিয়ায় এমনই অদ্ভুত এক প্রাণীর খোঁজ মিলেছে।
ছবিতে দেখাই যাচ্ছে, এর শারীরিক গঠন অনেকটা বিড়ালের মতো। চারটে পা, একটি লেজও রয়েছে। আবার মুকটা মানব শিশুর মতো। কিন্তু এই বিচিত্র প্রাণীটির সত্যিই কোনও অস্তিত্ব রয়েছে কি না, তা এখনও ধোঁয়াশতেই।
নিছক ফোটোশপের কারসাজি বলে উড়িয়ে দিচ্ছেন অনেকেই। আবার য়াঁরা ভিডিও দেখেছেন, তারা পুরোপুরি অবিশ্বাসও করতে পারছেন না।
মালয়েশিয়া পুলিশের দাবি, এ ছবি সত্যি নয়। ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি একটু কারসাজি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আলোড়ন তৈরির জন্যই।
তাঁদের হাতে এমন কোনও প্রাণী এখনও ধরা পড়েনি। এমন ছবি না ছড়ানোর আবেদনও জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:০৯ ১০৮৩ বার পঠিত #bangladesh news #bd news