শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
কবি খালেদ হোসাইনকে উৎসর্গ তাঁর জন্মদিনে - বঙ্গ-নিউজ
Home Page » এক্সক্লুসিভ » কবি খালেদ হোসাইনকে উৎসর্গ তাঁর জন্মদিনে - বঙ্গ-নিউজ![]()
দেখবে না বুকে ছিল কতটা অঙ্গার
খালেদ হোসাইন
————–
লুণ্ঠন করেছি আমি যা-কিছু নির্যাস
এমনকি গোলার শস্য স্বচ্ছ তালশাঁস
এমনকি ঘরছোঁয়া শিউলির পাতা
টেবিলে যা-কিছু ছিল বইপত্র খাতা
বিছানায় ছিল যা, তা– বালিশ চাদর
তোমার গায়ের গন্ধ একান্ত আদর
চুলোয় চায়ের পাত্রে টগবগে জল
তোমার নিখুঁত ভুরু চোখের কাজল
বিধ্বস্ত করেছি আমি পুরনো শপথ
ছিনিয়ে নিয়েছি আমি আঙিনা ও পথ
আশেপাশে যত আছে ছোট বড় খাল
তোমার দুপুর রাত এবং সকাল!
দস্যু ভাবো, শত্রু ভাবো বা দখলদার–
কোনোদিনও জানবে না বুকের অঙ্গার
![]()
![]()
বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৪ ১৪৭৫ বার পঠিত #bangla news #bangla news paper list #online newspaper #World News