
রবিবার, ৯ জুন ২০১৩
“ফ্রান্সে নাদালের রেকর্ড শিরোপা”
Home Page » খেলা » “ফ্রান্সে নাদালের রেকর্ড শিরোপা”বঙ্গ- নিউজ ডটকমঃ অষ্টম রেকর্ড শিরোপা জিতেই ছাড়লেন রাফায়েল নাদাল। রোববার রোলাঁ গাঁরোয় অল স্প্যানিশ ফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে এক অনন্য মাইলফলক ছুঁলেন তৃতীয় বাছাই।এদিন ৬-৩, ৬-২, ৬-৪ গেমে সরাসরি সেটে জয় পেলেন নাদাল। আর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও শিরোপাবঞ্চিত হলেন ফেরার। এনিয়ে ১২টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল। বিয়ন বর্গকে ছাড়িয়ে রয় এমারসনের (১২) পাশে নাম লেখালেন। আর সর্বকালের সেরার তালিকায় তার উপরে রয়েছেন রজার ফেদেরার (১৭) ও পিট সাম্প্রাস (১৪)।
এর আগে ২০০৫, ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে টানা ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন স্প্যানিশ তারকা। ২০০৯ সালে হাতছাড়া হলেও পরের বছর থেকে টানা চারবার শিরোপা জিতে দুর্লভ রেকর্ড গড়লেন নাদাল। উন্মুক্ত যুগে এর আগে কেউই একটি গ্র্যান্ড স্ল্যামের আটটি শিরোপা জিততে পারেননি।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৬ ৫০৭ বার পঠিত