বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৯ কেজি সোনাসহ আটক ৩
Home Page » অর্থ ও বানিজ্য » শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৯ কেজি সোনাসহ আটক ৩![]()
বঙ্গ-নিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে নয় কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত তিনজন হলেন- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন (২১)। তারা সবাই সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছে ৯ কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২:২৬:০৬ ৬৫০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #World News