
শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
বঙ্গ-নিউজ সঙ্গীত ধারাপাত-১২ ( কিছুদিন মনে মনে ঘরের কোনে শ্যামের পিরিত রাখ গোপনে)
Home Page » এক্সক্লুসিভ » বঙ্গ-নিউজ সঙ্গীত ধারাপাত-১২ ( কিছুদিন মনে মনে ঘরের কোনে শ্যামের পিরিত রাখ গোপনে)কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
(বলি) শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
(বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
(বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে*
বাংলাদেশ সময়: ১০:৩২:৪১ ১০৬২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News