মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন
Home Page » আজকের সকল পত্রিকা » ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন
বঙ্গ-নিউজঃ আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমদ। তিনি জানান, আগামী ৫ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনের বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমদ বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এছাড়া একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৮ ৬১৮ বার পঠিত #24/7 latest headlines 24/7 Tech News Bangla Newspa #Bangla News 24 and rest of all continuously updated Ban #Barisal #BD News 24 #Chittagong #Comilla." Chittagong Dhaka Sylhet Bari #Khulna #Rajshahi #Rangpur #Sylhet