
বুধবার, ১ নভেম্বর ২০১৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত:১,শিশুসহ আহত:৩
Home Page » শিশু-কিশোর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত:১,শিশুসহ আহত:৩
বঙ্গ-নিউজ : অাজ বুধবার বেলা দুটায় গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকার বারইপাড়া মির্চুয়াল ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় একই পরিবারের শিশুসহ তিনজন বাসের সঙ্গে ধাক্কা লাগলে,স্হানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গাজীপুর বারইপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত মহিলা ও আহতদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের আর্দশ গ্রাম। নিহত মরহুম সখিনা বেগমের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত সখিনা বেগম ৪ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:০২:২৭ ৬৩০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News