সোমবার, ৬ নভেম্বর ২০১৭
‘‘ মহি ’’ প্রতারক থেকে সাবধান
Home Page » ফিচার » ‘‘ মহি ’’ প্রতারক থেকে সাবধান
বঙ্গ নিউজঃ এই লোকঠা মানুষের কাছে পি.টি.সি সাইডে কথা বলে। তারপর তাকে বলে যে,৫০ ডলার ইনভেষ্ট করলে প্রতিদিন ১০ ডলার পাবা। এভাবে দুই-তিন হাজার বা পাঁচ হাজার জনকে active করায়। তার পরে এদের টাকা গুলি নিয়ে সাইড উধাও করে ফেলে। এ পর্যন্ত প্র্রায় মানুষের কাছ থেকে ১৫(লক্ষ) টাকা আত্নসাধ করেছে। আপনাদের কাছে যদি এই লোক কোন সাইডের ব্যাপারে ডলার চাই দিবেন না। সবাই এর কাছ থেকে সচেতন থাকেন লোকটা একটা প্রতারক।
বাংলাদেশ সময়: ১:০৫:৩০ ৭৪২ বার পঠিত