
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
জন্মদিনে ভক্তদের দাবি,বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনার
Home Page » আজকের সকল পত্রিকা » জন্মদিনে ভক্তদের দাবি,বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনারবঙ্গ-নিউজঃ প্রত্যাশাপূরণ করেই ‘বাহুবলী-১’-এর মতোই মেগাহিট হয়েছে বাহুবলী-২। পরিচালক এস এস রাজামৌলির সেই সিনেমায় প্রভাসের বিপরীতে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন দেবসেনা ওরফে আনুশকা শেট্টি।
আজ মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন আনুশকা। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা যেমন পেয়েছেন ভক্তদের কাছ থেকে, তেমনই অবাক করে দেওয়ার মতো একটি অনুরোধ এসেছে তাদের কাছ থেকে। ভক্তদের দাবি, এখন বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনার। খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে।
আনুশকার ভক্তদের ইচ্ছা, এবার যেন বাহুবলীর সঙ্গে জুটি বাঁধেন দেবসেনা। মাঝখানে জল্পনা রটেছিল প্রভাস ও আনুশকা নাকি চুটিয়ে প্রেম করছেন। সেই জল্পনা স্বীকার বা অস্বীকার কিছুই করেনি তারকা জুটি। তাই জল্পনা ছড়িয়েছে ঝড়ের গতিতে। এবার আনুশকার জন্মদিনে উঠল তাদের বিয়ের দাবি।
বাংলাদেশ সময়: ১৮:২৯:২৮ ৬১৮ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল