
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান সিপিএর
Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান সিপিএরবঙ্গ-নিউজঃ মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)। সিপিএর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন দ্রুত ও নিঃশর্তভাবে বন্ধ করা এবং যেসব রোহিঙ্গা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সিপিএর মহাসচিব আকবর খান বিবৃতিটি বার্ষিক সভায় তুলে ধরেন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ২২:১০:৪৬ ৬৪৭ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল