বুধবার, ৮ নভেম্বর ২০১৭
” এম আই হোসেনের কথায় রাজীবের নতুন বাংলা গান “আলতা পায়ে”
Home Page » বিনোদন » ” এম আই হোসেনের কথায় রাজীবের নতুন বাংলা গান “আলতা পায়ে” ![]()
ওমর সানিঃ বঙ্গ-নিউজঃ বাংলা গান বর্তমানে বিনোদনের একপ্রান। বিনোদনের প্রানবন্ত অংশ হিসেবে বাংলা গানের ভূমিকা অপরিসীম। বর্তমানের আপডেট সুর,, লেখনি ও সংঙ্গীতায়জনের মাধ্যমে বাংলা এগিয়ে চলছে কমবেশী বিশ্বের সকল প্রান্তে।
সময়ের সাথে তাল মিলিয়ে নতুনত্বে-
” আলতা পায়ে নূপুর পরে ঐ রূপসী হেঁটেছে/রিনিঝিনি রিনিঝিনি/হৃদয় হরণ করেছে–এমন কথার সুন্দর গানটির লিরিক্যাল ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।
এম.আই.হোসেনের কথায় গানটি গেয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা রাজীব। সুর করেছেন এ.আর.সারোয়ার। সংঙ্গীতায়োজন আসিফ সারোয়ারের।
ইতিমধ্যেই রুচিশীল গান হিসেবে সংগীতাঙ্গনে আলোচিত হওয়া “আলতা পায়ে” গানটি সম্পর্কে গীতিকার এম.আই.হোসেন বলেন-’শুরু থেকেই গানটি নিয়ে আমি আশাবাদী ছিলাম;শ্রোতারা আমার বিশ্বাস রক্ষা করছেন। গানের বাণী ও বিষয় বস্তু সুন্দর হলে শ্রোতারা আগ্রহ নিয়ে শুনেন তারই প্রমাণ পেলাম গানটির মাধ্যমে। মিষ্টি সুরে দারুণ গেয়েছেন রাজীব’।
রাজীব বলেন-’অনেক দিন পর সুন্দর কথা ও সুরের একটি গান প্রকাশিত হলো আমার কণ্ঠে। এর পুরো কৃতিত্বই গীতিকার ও সুরকারের’।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০১ ২০০৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News