
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে মুখ খুললেন পাপন
Home Page » আজকের সকল পত্রিকা » চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে মুখ খুললেন পাপনবঙ্গ-নিউজঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরিসিংহে পদত্যাগ করছেন। এমন খবরই আজ বৃহস্পতিবার দুপুর থেকে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ক্রিকইনফোতে এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়, শ্রীলঙ্কা দলের কোচ হতেই হাথুরুসিংহে পদত্যাগ করছেন। অবশ্য কোচের পদত্যাগ নিয়ে যখন মিশ্রপ্রতিক্রিয়া হতে লাগলো ঠিক তখনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলন। সন্ধ্যায় সে সংবাদ সম্মেলনের তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরেই হাথুরুসিংহে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন।
বিসিবি সভাপতি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ই-মেইল পাঠিয়েছিলেন কোচ। সেখানেই বাংলাদেশের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে অনাগ্রহের কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কান এই কোচ। কিন্তু সিরিজ চলাকালে এমন বিষয় নিয়ে কথাবার্তা চালানোর প্রয়োজন বোধ করেনি বিসিবি।
সিরিজ শেষে কোচ ছুটি কাটাতে এখন শ্রীলঙ্কায়। পাপন জানিয়েছেন, কোচের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারছেন না তাঁরা। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। হাথুরুসিংহের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো মন্তব্য কিংবা পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে রাজী নয় বোর্ড। ১৫ই নভেম্বর বাংলাদেশে ফেরার কথা কোচের। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড।
বাংলাদেশ সময়: ২০:৫১:৫১ ৫১৩ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল