সোমবার, ১০ জুন ২০১৩
নয়াপল্টনে বুধবার বিএনপির সমাবেশ
Home Page » জাতীয় » নয়াপল্টনে বুধবার বিএনপির সমাবেশ
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার বেলা তিনটায় সমাবেশ ডেকেছে বিএনপি।নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি, গণহত্যার প্রতিবাদ, দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ সহ সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১২ জুন বিকেল তিনটায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, নেতাকর্মীদের মুক্তি, সবধরনের মামলা প্রত্যাহার এবং সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ করবে বিএনপি।
এসময় শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশে অনুমতির জন্য পুলিশের কাছে চিঠি দেয়া হয়েছে। পুলিশ আমাদের চিঠি গ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ২১:০২:৪১ ৫১৭ বার পঠিত