
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
আগাম জামিন পেল বিএনপির সাত নেতা-কর্মী
Home Page » আজকের সকল পত্রিকা » আগাম জামিন পেল বিএনপির সাত নেতা-কর্মীবঙ্গ-নিউজঃ কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির স্থানীয় সাত নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।|
|আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও সানজীন সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
গত ৩১ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হামলার মুখে পড়ে। ওই ঘটনায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে পরদিন ফেনি মডেল থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় সাত নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। সাতজন হলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম মহাসচিব এম এ খালেক, ফেনী সদর উপজেলার বিএনপির উপদেষ্টা জসিম উদ্দীন ও ছাত্রদল কর্মী দুলাল, মামুন, ইমন, নাদিম ও জিকো।
বাংলাদেশ সময়: ১৮:৪২:২৮ ৬০৫ বার পঠিত #24 Live Newspaper Choose hotel for your vacation Worldw #Bangla News 24 and rest of all continuously updated Ban #bangla ns #bangla nws #Barisal #bd ewspaper bangla news agency BD News Bangla #BD News 24 #bd ns #bd ws #business #Business news Health News Health news from l #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #health and economy news. We are committed to you #international bangla newspaper and news agencies. You c #international online media as well as from radio and te #Khulna #new innovation About usSitemap #no need to go anywhere else. You can also read News &am #now we are the most popular news aggregator and newspap #Rajshahi #Rangpur #regional #sports #stay with us.. advertisement Follow/Join with us @ #Sylhet #tech giant companies #technology