
শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন জেসিয়া, ফিরছেন কাল
Home Page » প্রথমপাতা » মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন জেসিয়া, ফিরছেন কালবঙ্গ-নিউজঃ মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার ৬৭তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেয়া ’মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন। এদিকে, ৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে ২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা।
মঙ্গলবার টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে তার (কেভিন লিলিয়ানা) মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা।
জানা যায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে জেসিয়া ইসলাম উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে কাল রবিবার ঢাকার উদ্দেশে রওনা হবেন। এর আগে মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার আসরে ১২০ প্রতিযোগীর মধ্যে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ আটটি গ্রুপ থেকে বিজয়ীরা সরাসরি পৌঁছে গেছেন সেরা ৪০-এ। সেই ‘ফাইনাল ফোর্টি’-তে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জেসিয়া ইসলামও।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫২ ৫১১ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com