
শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
‘রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য কংগ্রেসে তুলে ধরা হবে’
Home Page » আজকের সকল পত্রিকা » ‘রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য কংগ্রেসে তুলে ধরা হবে’বঙ্গ-নিউজঃ রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের এ কথা বলেন।
মিয়ানমার থেকে জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে এবং খোঁজখবর নিতে যুক্তরাষ্ট্রের ১০ সদস্যয়ের প্রতিনিধি দল শনিবার সকালে কক্সবাজার পৌঁছেন।
সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে এসে পৌছাঁন মার্কিন প্রতিনিধি দল। সেখান থেকে তারা গাড়ি বহর নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালীর পৌঁছেন।
পরে বর্তমানে প্রতিনিধি দলটি কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে মার্কিন ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলে ও রিচার্ড ডার্বিন এবং কংগ্রেসের প্রতিনিধি ভেটি মেকলাম, জেন সেকস্কি ও ডেভিট সিচেলিন রয়েছে। সঙ্গে আছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাসিয়া বার্ণিকাট।
পরিদর্শনের সময় প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সফর শেষে তারা মিয়ানমারে যাবেন। সেখান থেকেও তথ্য সংগ্রহ করে দেশে ফিরে তা কংগ্রেসে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০:১৬:৪৩ ৫১১ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com