
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
তোমার বুকের ওপাশে- ফয়সাল হাবিব সানি
Home Page » সাহিত্য » তোমার বুকের ওপাশে- ফয়সাল হাবিব সানিতোমার বুকের ওপাশে অামার হৃদয় রেখে দেবো;
বর্ণিল স্বচ্ছ নীল, নয়তো রক্তাক্ত ক্ষত-বিক্ষত বিবর্ণ এক হৃদয়!
হয়তো চকচকে সাদা কাঁশফুলের মতো তোমার বুকে বড়ো বেমানান সেই হৃদয়; তবুও হৃদয় তো, হৃদয়ই তো!
অাচ্ছা বলোতো, কোথায় ফেলবে তুমি সেই হৃদয়?
তুমি তাচ্ছিল্যে অামায় ছুঁড়ে ফেললেও তোমার বুক যে কখনো হৃদয় ছুঁড়ে ফেলতে পারবে না সেই কথা অামি জানি।
অামি জানি, বুকের ভেতর হৃদয়ের স্থান, সেখানেই হৃদয় থাকে- তো কোথায় লুকোবে সেই হৃদয় তুমি?
মানুষ নাকি বুকে হাত দিয়ে মিথ্যে বলতে পারে না-
তবে তুমিও কি বুকে হাত দিয়ে কক্ষনো বলতে পারবে, `তোমার বুকের ওপাশে কোনো হৃদয় ছিলো না,
তোমার বুকের ভেতরে কখনোও এক চিলতে হৃদয়ের নীল বিষ সংক্রমিত হয়নি’!
বুক সে কিভাবে মিথ্যে বলবে, প্রতারণা করবে হৃদয়ের সাথে?
তোমার বুক নির্দ্বিধায় বলে দেবে, `সেখানে একদিন হৃদয় ছিলো, ওখানে অামার হৃদয় ছিলো’;
তারপর কোনো একদিন কোনোদিন তোমার বুকে অামার হৃদয় মিশে অভিন্ন হৃদয়ে হাত রেখে অকপটে তুমিও বলে দেবে,
তুমিও বলে দেবে, `সেখানে একদিন অামি ছিলাম,
অামিও ছিলাম’!
বাংলাদেশ সময়: ১৪:০২:৪৭ ৮৯৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News #কবিতা