
মঙ্গলবার, ১১ জুন ২০১৩
সুরজ পাঞ্চোলি গ্রেফতার
Home Page » বিনোদন » সুরজ পাঞ্চোলি গ্রেফতারবঙ্গ-নিউজ ডটকমঃ বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক সুরজ পাঞ্চোলিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেত্রী জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার দায়ে মুম্বাইয়ের নিজ বাসভবন থেকে সোমবার তাকে আটক করে পুলিশ।জিয়ার আত্মহত্যার পর থেকেই পুলিশি নজরদারিতে ছিল সুরজ পাঞ্চোলি। বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে না পারায় জিয়া আত্মহত্যা করেছে প্রথমে এমনটি ধারণা করা হলেও পরে তা ভুল প্রমাণিত হয়।
মৃত্যুর আগে জিয়া খান তার আত্মহত্যার কারণ সম্পর্কে একটি সুইসাইড নোট লিখে যান। তার সাথে সুরজ পাঞ্চোলির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের সম্পর্ক শেষ অবধি ভাল যাচ্ছিল না। সুরজ পাঞ্চোলি তার সাথে প্রতারণা করেছেন- সুইসাইড নোটে জিয়া খান এ কথা উল্লেখ করেছিলেন। সর্বোপরি জিয়া খান তার আত্মহত্যার জন্যে দায়ী করেছেন সুরজ পাঞ্চোলিকে।
সোমবার জিয়ার সুইসাইড নোট প্রকাশ্যে আসার পরই সুরজকে গ্রেফতার করে পুলিশ।
সুইসাইড নোটে জিয়া লিখেছিলেন, আমি আমার ভিতর থেকে ভেঙে পড়েছি। তুমি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছো, তুমি হয়তো সেটা জানো না। তোমাকে ভালোবেসে আমি নিজেকে হারিয়েছি। তুমি আমাকে প্রতিদিন মানসিকভাবে নির্যাতন করেছো।
আত্মহত্যা করার আগে সুরজের সঙ্গেই ফোনে কথা বলেছিলেন জিয়া। তার মা রাবিয়া খান বলেন, সবার ধারণা ভুল। প্রেমই আমার মেয়েকে শেষ করেছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৫ ৪৭৬ বার পঠিত