
বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
কাজল আগারওয়াল নতুন মিশনে
Home Page » প্রথমপাতা » কাজল আগারওয়াল নতুন মিশনেবঙ্গ-নিউজঃ কাজল আগারওয়াল। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।
একের পর এক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার অভিনয় গুণ ও গ্লামারে মুগ্ধ ভক্তরা। চলতি বছরেই ‘কয়েদী ১৫০’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘বিবেগম’, ‘মার্শাল’-এর মতো চারটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।
বর্তমানে ‘এমএলএ’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। এছাড়া অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে তেলেগু ভাষায় সিনেমা ‘ও’। এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত ভার্মা।
সিনেমাটিতে শরওয়ানন্দের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কাজল। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী নিথিয়া মেনন, মুরালি শর্মা, শ্রীনিবাস প্রমুখ।
আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৩৪ ২৮৯০ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com