মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
ভেঙেই যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপুর সংসার
Home Page » আজকের সকল পত্রিকা » ভেঙেই যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপুর সংসার
বঙ্গ-নিউজঃ ঢাকাই চলচ্চিত্রের অন্যতম তারকা শাকিব খান তার অভিনেত্রী স্ত্রী অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন। শেষ পর্যন্ত ভেঙেই যাচ্ছে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব ও অপুর সংসার।
শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম জানিয়েছেন, তার মক্কেলের অভিযোগ তিনি স্ত্রীর কাছে চাহিদামত সমর্থন পাচ্ছেন না, ফলে তাদের মধ্যে বনিবনা হচ্ছেনা। ২২ নভেম্বর শাকিব খান তাদের দাম্পত্য সমস্যা নিয়ে বিস্তার আলোচনা করে তালাকের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন। অপু বিশ্বাসের বিরুদ্ধে তার অনেক অভিযোগের মধ্যে একটি ছিল - তার স্ত্রী গৃহকর্মীর কাছে তাদের সন্তানকে রেখে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন।
তিনি আরো জানান, বিরোধের মীমাংসার জন্য দুজন ৯০ দিন সময় পাবেন। এই তালাকনামা চ্যালেঞ্জ করতে চাইলে এই সময়ের মধ্যেই করতে হবে।
২০০৮ সালে এই তারকা দম্পতি বিয়ে করলেও, আট বছর ধরে বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা। কিন্তু এ বছর ১০ই এপ্রিল হঠাৎ অপু বিশ্বাস তার ছয় মাসের শিশুকে নিয়ে লাইভ টেলিভিশনে বিয়ের কথা ফাঁস করে দিলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
বাংলাদেশ সময়: ৮:০৩:০৬ ৮৯৪ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com